Monday, 6 July 2015

ম্যাজিক রিয়ালিজম / জুয়েল মাজহার

  ম্যাজিক রিয়ালিজম / জুয়েল মাজহার

   লাল ও খয়েরি বানানে লেখা নদীর নাম ঝুম্‌ঝুম্‌;
কাছে গেলে তার শব্দ শুনে মনে হয়
কোথাও মাছের পাপড়ি ঝরে পড়ছে ঝাঁকিজালে

তার জলমুকুটের উপর দিয়ে
উড়ে যাচ্ছে কাক


গত শীতে আমাদের ঝিনুক-ফাটা হাসি
ভাসিয়ে এসেছি তার জলে;

তারপর সমুদ্রপরিধিজুড়ে
আমাদের হাসি, বকপাখা
ক্রমশ ভঙ্গুর আর ক্রমাগত বিমর্ষ, নীরব;


এইসব দেখে
লাল ও খয়েরি বানানের ভেতর
মুখ টিপে হাসছেন গার্থিয়া লোরকা
মাথা নাড়ছেন নেবুফুল।

No comments:

Post a Comment