Sunday, 17 April 2016

ছোটলোক আর ভদ্রলোক -------- অনিরুদ্ধ ঘোষ

ছোটলোক এবং ভদ্রলোক এই concept টা ভারতের বেশ একটা unique concept. পশ্চিমবঙ্গও ব্যাতিক্রম নয়। রবিন্দ্রনাথ, নজরুল, রামমোহন্‌ , বিদ্যাসাগর - এক কথায় Bengal Rennaisance জারিত বঙ্গ সন্তানদের বেশ একটা নাক উঁচু ভাব আছে। তার মধ্যেও আবার বাম, ডান , মাঝামাঝি , কত কি ? কিন্তু একটা ব্যাপারে সবাই এককাট্টা – ছোটলোকদের বড় বাড় বেড়েছে । যাদের আমরা চিরকাল তুই তকারি করে এসেছি তাদের সহ্য করতে হবে ? সেটা তারা ভালো কাজ করুক কি নাই করুক। তাই আজ খুব ভদ্রলোক, মাঝামাঝি ভদ্রলোক আর একটু ভদ্রলোক রা জোট বেধেছে । আর হবেই বা না কেন ? ছোটলোকদের কি মুখের ভাষা ? আমাদের বড় বড় মনিষীদের সম্বন্ধে এরা কিছুই জানেনা। তাও মাঝে মাঝে এদের quote করে হাসির খোরাক হওয়া চাই । এই ছোটলোকদের হাতে পড়ে বাঙ্গালীর প্রিয় সংস্কৃতি একেবারে রসাতলে যেতে বসেছে। তার ওপর ছোটলোকরা আবার ঘুষ খেতেও শিখেছে ( ভদ্রলোকদের ঘুষ খাওয়াটা দেখতে অতটা খারাপ লাগেনা । ভদ্রলোকদের ঘুষ খাওয়াটা সবসময় দেখাও যায়না। বেশিরভাগ নিজের হাতে ঘুষ নিতে ঘেন্না করে । তাদের সব কিছুই হাই ফাই । বোতামের এক খোঁচায় পানামা আর Switzerland এ টাকা চলে যায়। তারপর তারা মন্দির মসজিদে যায় পাপের প্রায়শ্চিত্ত করতে । মনের মধ্যে কেমন একটা খচ খচ করে যে । )
আর ভদ্রলোকদের দেখুন । ধব ধবে সাদা প্যান্ট শার্ট পরা , দারুন শিক্ষিত ( MIT/HARVARD ) । অথচ দিনের পর দিন পশ্চিমবঙ্গের কোনও উন্নতি হলনা ...।। থুড়ি ... জলা জমি ভরাট করে Real Estate হল তো ? খেলার মাঠ লোপাট করে Mall হল তো ? কারো কারো পকেট ভারী হল তো ? আবার থুড়ি ...।।বিপ্লবী পার্টির fund collection হল । আবার জাতীয় স্তরে একজন ( এও MIT/HARVARD ) ধব ধবে সাদা শার্ট /লুঙ্গি পরে আর চোস্ত ইংরাজি তে কথা বলে । তার আমলেই হল হাজার হাজার কোটি টাকার চুরি । তাদের পার্টি এখন আবার পশিম্বঙ্গে বামপন্থীদের বন্ধু। ( তাতে কি হল ? ভদ্রলোক রা ঘুষ খেতেই পারে কিন্তু ছোটলোকরা কেন খাবে ? ) আবার এখনকার যিনি, তিনিও চোস্ত ইংরাজি বলেন । ধব ধপে সাদা জামা কাপড় পড়ে্ন ( সাদা রঙটা পবিত্রতার প্রতীক কিনা )। মল্য সাহেব নামে জনৈক ভদ্রলোককে বললেন, শিগগিরি পালান , আমি আর সামলাতে পারছিনা । পালিয়ে যাবার পর তার সে কি হম্বিতম্বি । দেখে নেবার হুমকি । একেই বলে True ভদ্রলোক Patriot. আরও আছে । ধব ধবে সাদা জামা কাপড় পরে হাজার হাজার মানুষ খুন । না না, নিজের হাতে এমন নোংরা কাজ ভদ্রলোকরা করেনা । পুলিশ আছে, ছোটলোকরা আছে । আরও একধরনের ভদ্রলোক রাজ্যস্তরে আছে। যেমন আমাদের বিরোধী দলের মুখ্যমন্ত্রী প্রার্থী। সত্যি ভালো মানুষ । Simple জীবন যাপন ( নিন্দুকেরা যদিও বলে কাউকে বিশ্বাস করতে নেই )। তিনি নাকি recently ছোটলোকদের হাত থেকে পশ্চিমবঙ্গ কে উদ্ধার করে তার glory days ফিরিয়ে দেবার ডাক দিয়েছেন । তা ৩৫ বছরে কিছু করা গেলনা ? থুড়ি ...।। এ প্রশ্ন করা যাবেনা । উনি যে সত্যিকারের ভদ্রলোক । এসব প্রশ্ন ছোটলোকদের করতে হয়। আরেক ধরণের নতুন ভদ্রলকের উদ্ভব হয়েছে । তার ( sorry , তাঁর ) পোশাক যাকে বলে whitest of all. তাঁর আবার চূল দাড়িও ধব ধপে সাদা । ভদ্রলোক চূড়ামণি যাকে বলে আর কি । পবিত্রতা ঝরে পরছে । সাহিত্য তাহিত্য ছেড়ে তিনি এখন আবার political party গুলির জোটের দালালী করছেন । থুড়ি ...। ভদ্রলোক রা কখনা দালালী করে ? এর নাম Liaison Agency . শুনতে কত ভালো বলুন ?
ওহে ছোটলোকগণ !! তোমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে । ভদ্দর লোক হওয়া সহজ নয় । জয় ভদ্দর লোকের জয়।

No comments:

Post a Comment