দিল্লীর হিন্দিবাদিরা সরকারী ভাবেই যেখানে ছলে বলে কৌশলে ভারতের বাকি সব ভাষাকে কোণঠাসা করতে মরীয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে হিন্দি ভাষা শিক্ষার বিভাগ উদ্বোধন করে এলেন। এর সব খর্চা যোগাবে ভারত। ভারতবাসীর করের টাকায়। আমরা যারাই কিনা যে যার মা ও মাতৃভাষার মর্যাদায় বিশ্বাস করি নিশ্চয় বুঝতে পারছি আমাদের শত্রু কে , মিত্রই বা কে ? আসুন শপথ নিই হিন্দি , যা আমাদের রাষ্ট্র ভাষা নয়, রাজ ভাষাও নয়, আর সব ভারতীয় ভাষার মতই একটি আঞ্চলিক ভাষাই, আমাদের যতটুকু সম্মান দেবে আমার ভাষাও তাকে ততটুকুই পাল্টা সম্মান দেবে। এক ফোঁটা বেশিও না , কমও না।
No comments:
Post a Comment