Friday 21 August 2015



বাংলার মুখ সংস্কৃতির ঘোষণাপত্রঃ প্রথম খসড়া ;কৃতজ্ঞতা -কণ্ঠশীলন প্রতিষ্ঠান,বাংলাদেশ
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
স্বল্পস্বাক্ষরতা , চাপিয়ে দেওয়া হিন্দির এবং অপসংস্কৃতির অভিশাপ থেকে মুক্তি পশ্চিম বাংলায় অচিরে মোচন হবার নয়। অথচ সমগ্র গণমানুষকে বাংলা সাহিত্যের জীবনপ্রদায়ী নিষেকের ভিতরে না আনলে, এক মান বাংলা ভাষা ব্যবহারের ক্ষমতার মধ্যে না আনলে বাঙালির সাংস্কৃতিক বিকাশ তথা তাবৎ ঐহিক বিকাশ ও জাতি হিসেবেই বাঙালির অস্তিত্ব নিতান্ত অসম্ভব হয়ে পড়বে। এই সঙ্কট মোচনের এক পথ কথকতার এই দেশে, পুঁথি, জারী, কীর্তন, পালাগানের মধ্য দিয়ে জনশিক্ষা সম্প্রচারের এই দেশে ,আবৃত্তি, নাটক, কথকতা,গান,আলেখ্য লালন- নজরুল-রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম, বাউল-ফকিরের সমন্বয় আবেদন প্রভৃতির মধ্য দিয়ে সাহিত্যের বাচিক প্রসারের আন্দোলন গড়ে তোলা। এই হচ্ছে বাংলার মুখ সংস্কৃতির প্রথম এবং প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে অবলম্বন করে যাঁরা সকলের কর্মে-বচনে জীবনে যাতে কোন ফাঁক কিংবা ফাঁকি না থাকে এবং তাঁরা যাতে সঙ্ঘবদ্ধ অনুশীলনের দ্বারা জীবনকে যথা-অবহিত বুদ্ধিদীপ্ত রসগ্রহণক্ষম জীবন ও জগৎ জিজ্ঞাসায় সদা আন্দোলিত, শিল্প ও সমাজে দায়বদ্ধ এক গভীর ও তাৎপর্যপূর্ণ সত্য ও সুন্দর নিরবচ্ছিন্ন অস্তিত্ব হিসেবে গড়ে তুলতে পারেন তার আয়োজন ও ব্যবস্থাপন গড়ে তোলা এই প্রতিষ্ঠানের সকল প্রয়াসের দ্বিতীয় লক্ষ্য। 'বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি-হ' এই থাকবে এ প্রতিষ্ঠানের সকল উদযোগের মূলে - যে বাঙালি মানবতাকে সকল জাতি ধর্ম স্বার্থ উন্নতি ও প্রতাপ-প্রভাবের উর্ধ্বে স্থান দেয়, যে বাঙালি বিশ্বমানবতার পথে প্রথম চরণপাতে স্বদেশীয় ভিন্ন ভাষা,সাওতালি-নেপালি-সংস্কৃতির সকল মানুষকে আপন বলে জানে, তাঁদের সাংস্কৃতিক ঐহিক সকল সত্যকে সশ্রদ্ধ বিনম্রতায় মানে। হিন্দির বিরুদ্ধে আমরা নয়,কিন্তু হিন্দি চাপিয়ে দেবার বিরুদ্ধে।বস্তুত, আমরা ভারতের ২২ টি সংবিধান স্বীকৃত ভাষাকেই সরকারি ভাষার মর্যাদা ও সমতার দাবি করি শুধু হিন্দি বা ইংরাজি নয়। এটি আমাদের তৃতীয় লক্ষ্য। আমাদের চতুর্থ লক্ষ্য হল, হিন্দু-মুসলমান-প্রাণবাদি(অ্যানিমিস্ট)-মানবতাবাদি-খৃষ্টান-বৌদ্ধ সমস্ত উত্তরাধিকারকে বিনম্র শ্রদ্ধায় একই সাথে আত্মীকরণ করা। পঞ্চম লক্ষ্য হল, ২৮ কোটি বাঙালির ভাষাসংস্কৃতি যেখানে প্রধান সেই বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রনৈতিক স্বাতন্ত্রতা বজায় রেখেই অধিকতর সাংস্কৃতিক আদান-প্রদান,চলাচলের সুগমতা ও নিবিড় ঘনিষ্টতা ইতিহাসের কারণেই গড়ে তুলতে চাই এবং সাম্প্রদায়িক বিদ্বিষ্টতার বিরুদ্ধে তর্জনী তুলতে চাই। ইতিহাসের অনেক প্রতিরোধই হয়তো ব্যর্থতায় পর্যবসিত হয়,কিন্তু আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধ সহ সমস্ত প্রতিরোধের মধ্য দিয়েই জন্ম নিয়েছে এবং নেবে ভবিষ্যতের অনেক নায়ক-নায়িকাঃ
যোগাযোগঃ যুগ্ম-আহ্বায়ক- অসিত রায়- ৯৪৩৩৪৪৫০১০,ফেসবুক-asit baran roy, ই-মেল-royasitbaran@gmail.com.
মুর্শিদ এ এম- ৯৮৩০৩৩১০৯২, ই-মেল –murshidam_cal.yahoo.co.in. এই প্রাথমিক খসড়া ধাপে ধাপে ঐক্যমতের ভিত্তিতে অদূর ভবিষ্যতে জীবনানন্দ সভাগৃহে একটি মিলন সন্ধ্যার মধ্য দিয়ে দ্বিতীয় খসড়াটি পেশ করা হবে। সেদিন বাংলা গানের সম্ভার পেশ করবেন আমাদের নবতম আবিষ্কার রিজিয়া করিম।

No comments:

Post a Comment