Saturday 21 May 2016

আমার স্বপ্ন অধরাই থাকে- অপরিচিতও, বিশ্বেন্দু নন্দের সৌজন্যে

আমার স্বপ্ন অধরাই থাকে- অপরিচিত, বিশ্বেন্দু নন্দের সৌজন্যে

আলিমুদ্দিনে টিমটিমে আলো মার্ক্স, এনগেলস দেওয়ালে
প্রকাশ কারাত মাঝে মাঝে সিটি দিচ্ছে নিজের খেয়ালে,
সীতারাম বলে আনন্দ কর বামেরা জিতেছে কেরলে
বাংলার কেস দেখা যাবে পরে ফলটল সব বেরোলে!
ব্যাগট্যাগ নিয়ে দেশে ফিরে যাবে মিশ্র সূর্যকান্ত
বলেন হয়তো তেলেভাজা খেয়ে জনগণ বিভ্রান্ত;
কি লাভ হয়েছে রোদে হেটে গেছি সিঙ্গুর হইতে বাঁকুড়া
বলেছিল ভোট কাস্তেতে দেবে মাসি, পিসি জ্যাঠা কাকুরা-
মানুষের জোট ভেবেছি তখন হাত হাতুড়ি ও কাস্তে
কর্মসূচির ডিটেল নাহয় বলব আস্তে আস্তে;
বুদ্ধ বলেন আমি ও রাহুল পার্ক সার্কাস মঞ্চে!
মালা পরে বেশ সেলফি তুলেছি পরটা খেয়েছি লাঞ্চে;
বিমান বলেন তাতে কি হয়েছে নবান্নে ফিশ ফ্রাইতে
মিটিং করেছি, স্যালাড দিয়েছে দশ বারোবার চাইতে;
দূরবীন নিয়ে হাজির হটাত সুজন চক্রবর্তী
বলে জিতে গেছি, এইবার হব মন্তেসারিতে ভর্তি;
দূরবীন দেখে ঋতব্রত বলেন নিজের স্টাইলে
আজ দেখি নাই রক্ত পতাকা মাইলের পর মাইলে;
হাসি হাসি মুখে সেলিম বলেন আঁতাত হয়েছে গোপনে
এবার নাহয় মন দাও সবে সবুজ বৃক্ষরোপণে
দিল্লী হইতে তোপ দাগলেন রূপসী বৃন্দা কারাতে
বলেন আগেই বলেছি যাস না কংগ্রেসিদের পাড়াতে
ওদিকে তখন হিসেব করছে অধীর খাতায় কলমে
বলেন সূর্য এসব দুঃখ ঘুচবে ভেবেছ মলমে?
আমারও তো ছিল সুপ্ত বাসনা মুখ্যমন্ত্রী আসনে
বসব এবং মাছ ভাত খাব রুপো কি কাঁসার বাসনে
মানস ভুঁইয়া বলেন এসব বিজেপি র চক্রান্ত
আসামে হারবে তরুণ গগই সনিয়াজি কি তা জানত
চুলকিয়ে মাথা অরুণাভ ঘোষ বসিয়া বিরস বদনে
সান্ত্বনা পান কামারহাটিতে গোহারা হেরেছে মদনে!
দূরে দেখা যায় জিতেছে অশোক শিবরাত্রির সলতে
বলেন এদের বাতেলাই সার, যাসনা এসব বলতে!
রাহুল সিনহা হাসিমুখে কন এবার আবার হেরেছি
রূপা ও লকেট উভয়ই হেরেছে আমি কলকাঠি নেড়েছি
মার্ক্স, এনগেলস ভাবছেন বসে ফালতু জোটের ত্বত্ত্বে
বুঝি ভরাডুবি পোস্টমরটেম চলবে স্বর্গে মর্তে;
কিছু মহাপাকা ফোরকাস্ট করে ফেসবুকে দিবারাত্র
জোট এসে গেছে সবুর করুন কয়েকটা দিন মাত্র;
ইদানীং তারা কীর্তন গান মই দেন ধানে হাসিয়া
ফিদেল কাস্ত্রো বুকে সাটা থাকে সঙ্গে চায়না রাশিয়া!
আমার স্বপ্ন অধরাই থাকে কান পেতে রই বাতাসে
ফিনিক্স পাখির মতই ভরবে লাল পতাকায় আকাশে।।

No comments:

Post a Comment