Tuesday 8 November 2016

  শোনার সন্ধি
           ---পলাশকান্তি বিশ্বাস
  
আমার কথা শুনছ না তুমি,
আমি শুনছি না তোমার!
দুজনেই শুধু বলতে চাইছি,
অভ্যেস নেই শোনার।

তোমার কথা শুনছি না আমি,
তুমি শুনছ না আমার!
আমাদের কথা আমাদের নয়,
কথাটা আসলে জামার।

জামার রঙটা লাল না নীল
পাড়ায় কিংবা রাজপথে
সত্য শুধু সেই পরিচয়
রক্তে লেখা দাসখতে!
মাঠে ময়দানে চায়ের দোকানে
অফিস কাছারি ক্যান্টিনে
আমরা উঠছি, আমরা বসছি,
ছোট ছোট দলে রঙ চিনে।

ওই তো দিদি মঞ্চে রোখা,
ওই যে দাদা টিভি-র শোয়
গনগনে কথা চনমনে লাগে
তর্ক মেলাই সে দৃশ্যয়।

কারোর কথা শুনছে না কেউ
সবাই বলে তার মতো।
জামার হয়েই যা বলে যায়
তাই মনে হয় শাশ্বত। 

আসর ভাঙলে ওরাই করে 
একসঙ্গে স্বাস্থ্যপান!
আমজনতা দেশ ও গাঁয়ে
লড়ছে, মরছে— ছত্রখান!

প্রতিবেশি বা আত্মীয় হও
বন্ধু বা সহকর্মী
জামার বিরোধ সবো না, সবো না,
ফুঁৎকারে যা বিধর্মী!

ফুঁৎকারে আর চিৎকারে যদি
ফল না মেলে, সর্বশেষ
অতর্কিত হানায় করি
বিরোধীদের সব নিকেশ!

ভয় নিয়ে ঘর, সভয় বাঁচি,
হয় না, হয় না সন্ধি!
কে আর বলবে, চলো সবাই
শোনাতেই আগে মন দি’।।
........................

No comments:

Post a Comment