Sunday 3 May 2015

আর একটি ছবি। নববর্ষ অনুষ্ঠানের

তিন পয়সার পালায় রুদ্রপ্রসাদ সেনগুপ্তের জবানে একটি উক্তি ছিল--- কর্তার ইচ্ছায় কর্ম। দর্শকের ইচ্ছায় নাটক। এখানে যে নাটকীয় সমাবেশ ঘটেছিল প্রাতিষ্ঠানিক প্রচারের আলো ছাড়াই আমরা অভিভূত। আপ্লুত। এখানে সবাই ছিলেন বিশিষ্ট জন। দর্শক ও শ্রোতার আসনে সেই রকম বিশিষ্ট কয়েকজনের ছবি। একদম সামনের সারিতে ডান দিকের জন শ্রদ্ধেয় প্যারিচাঁঁদ মিত্রের উত্তরপুরুষ পূর্ণব্রত মিত্র। বাঁ দিকের জন বাপী। বাপী অসাধারণ গান গেয়েছিল নানা ঘরানার। ডান দিকের শেষ প্রান্তে কনুইয়ের আড়াল থেকে উঁকি দিচ্ছেন কবি ছড়াকার অলোক সেনগুপ্ত। দেখতে  পাচ্ছি গোলাম মর্তুজাকেও। রিজিয়া শেষের সারিতে বসে আছেন। বাকি সকলের নাম এই প্রতিবেদকের জানা নেই বা মনে আসছে না। পাঠক পরিচিত কাউকে পেয়ে যেতেই পারেন। বন্ধু , তোমার পথের সাথীকে চিনে নিও। আমাদের পরস্পরকে চেনা জানার এও এক শুরু।

No comments:

Post a Comment