Tuesday 5 May 2015

গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাংলাদেশ বইমেলায় দেখা হবার সৌভাগ্য হয়েছিল আমার। পরিচয় হয়েছিল প্রিয় কবি সৈয়দ শামসুল হকের সঙ্গে। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তার মধ্যে একটি হল বাঙালিত্বের পুনর্নিমান করতে গেলে সাধ্যমত বাঙালির অন্য সম্প্রদায়ের সাথে বিচ্ছিন্নতা কাটাতে হবে। একুশে আমরা ভাষা- মতিন স্মরণ সভা করি কলেজ স্কোয়ারে। তারপর বেছে নিই পয়লা বৈশাখ। শর্ত ছিল যে বন্ধুরা আসবেন তারা পরিচিত উভয় সম্প্রদায়ের বাঙালিকে হাজির করাবেন যাতে সংলাপের মধ্য দিয়ে আবেগ,ক্ষোভ দিকনির্দেশ একটা পাওয়া যায়। গান,কবিতা,নাটকের অংশ, কথা ,আলেখ্য ও উদ্দীপনা ছিল। কিছু ছবি ব্লগে দেওয়া হল।১৪২৩ সিদ্দিকভাই আমাদের মধুরা গ্র্রামে দাওয়াত দিয়েছেন। তাই এখন আমার গন্তব্য মাসে অন্তত একবার করে বীরভূমের নলহাটির কাছে মুসলমান প্রধান মধুরা গ্রামে যাওয়া। আমি সিদ্দিক পরিবারেরই একজন তাই অসুবিধে হবে না। কাছেই সাঁওতাল পল্লী ওখানে আমার ভাষা চর্চাও জারি থাকবে। জীবনের পড়ন্ত বিকেলে এর চেয়ে
আর কি চাইবার থাকতে পারে?
-অসিত রায় 

No comments:

Post a Comment