Kamrul Islam Jewel এর পোস্ট। এই অসময়ে আলোর ঝলকানি হয়ে খবরটা থাক।সব্বাই ভালো থাকুক।
'জরাজীর্ণ হয়ে পড়েছিল কুমিল্লার ব্রাহ্মন পাড়ার শ্রী শ্রী কালী মন্দির। উপাসনা ব্যাহত হচ্ছিল হিন্দুধরমাবলম্বীদের। মন্দির প্রাঙ্গণে ছিল শতবৎসরের পুরনো এক বটগাছ। সেই গাছটি ৮০ হাজার টাকায় বিক্রি করে মন্দির সংস্কারের উদ্যোগ নেয়া হয়। স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় প্রাচীন বটগাছটি বিক্রির খবর। খবরটি চলে যায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী তরুন মোশাররফ হোসেনের কাছে। কালবিলম্ব না করে তিনি মন্দির কমিটির সাথে যোগাযোগ করেন। বিক্রি হওয়া গাছটি তিনি এক লাখ টাকায় কিনে নিয়ে দান করেন পুনরায় মন্দিরকে। গাছটি রক্ষা পায়। বর্তমানে গাছটি মন্দির কমিটির হাতেই আছে। মন্দিরটিও যথারীতি সংস্কার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বর্তমানে সেখানে যথারীতি উপাসনা করছে।' |
Friday, 8 May 2015
সম্প্রীতির মন ভালো করা খবর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment