Wednesday 6 April 2016

ফরাসি বিপ্লবের সলতে পাকানো ভলত্যারের কিছু উক্তি ----- অনুবাদ পুষ্কর দাশগুপ্ত

ভলতের-এর উক্তি
Qui plume a, guerre a.
A la comtesse d'Argental ,1748-10-04
কলম থাকা মানে যুদ্ধ করা।
কোঁতেস দার্জঁতালকে লেখা চিঠি ৪ঠা অক্টোবর ১৭৪৮
Le droit de dire et d’imprimer ce que nous pensons est le droit de tout homme libre, dont on ne saurait le priver sans exercer la tyrannie la plus odieuse.
—Treizième lettre, Questions sur les miracles, 1765
যা আমরা ভাবি তা বলার আর ছাপানোর অধিকার হল প্রতিটি স্বাধীন মানুষের অধিকার, জঘন্যতম স্বৈরাচারের প্রয়োগ ছাড়া মানুষকে ঐ অধিকার থেকে বঞ্চিত করা যায় না।
—ত্রয়োদশ পত্র, অলৌকিক ঘটনা সম্পর্কে প্রশ্ন, ১৭৬৫।
J’ai souffert quarante ans les outrages des bigots et des polissons. J’ai vu qu’il n’y avait rien a gagner à être modéré, et que c’est une duperie. Il faut faire la guerre et mourir noblemen.
— Lettre à d’Alembert, avril 20, 1761.
চল্লিশ বছর ধরে ধর্মের ধ্বজাধারী আর বদমাসদের নিষ্ঠুরতা আমি সহ্য করেছি। আমি দেখেছি নরমপন্থী হয়ে কোনো ফায়দা নেই আর ওটা একটা ভাওতা। লড়াই করে মান-ইজ্জত নিয়ে মরতে হবে।
- দালঁবেরকে লেখা চিঠি, ২০-এপ্রিল, ১৭৬৭।
Que répondre à un homme qui vous dit qu’il aime mieux obéir à Dieu qu’aux hommes et qui, en conséquence, est sûr de mériter le ciel en vous égorgeant ?
— Fanatisme, Dictionnaire philosophique, .
যে লোকটি তোমাদের বলে যে মানুষের চেয়ে ভগবানকে মেনে চলাটাই তার বেশি কাম্য আর তার ফলে তোমাদের মাথা কেটে স্বর্গে যাওয়ার যোগ্যতা লাভের ব্যাপারে সে নিশ্চিত তাকে কীইবা তুমি জবাব দেবে?
—ধর্মান্ধতা, দার্শনিক অবিধান।
...un juge qui, autorisé par la loi à punir d’une moindre peine, prononce la peine de mort, est un assassin et un barbare.
— Relation de la mort de chevalier de la Barre (1767).
...আইনের অনুমোদনে নগণ্য কোনো শাস্তি দেওয়ার অধিকার পাওয়া যে বিচারক মৃত্যুদণ্ড দেয় সে একটা খুনি আর বর্বর।
— শভালিয়ে দ লা বার-এর মৃত্যুর বিবরণ , ১৭৬৭।
Tant qu’il y aura des fripons et des imbéciles, il y aura des religions. .
— Lettre à Frédéric II, 5 janvier 1767
যতদিন থাকবে বদমাস আর অপদার্থ নির্বোধেরা ততদিনই থাকবে তাবৎ ধর্ম ।
— দ্বিতীয় ফ্রেডারিককে লেখা চিঠি, ৫ই জানুয়ারি ১৭৬৭।
কৃতজ্ঞতা; পুষ্কর দাশগুপ্ত

No comments:

Post a Comment